SECURITY LOCK

আপনার মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়

by Najiba
3417 views

ফ্রীল্যান্সার (Freelancer) হিসেবে কাজ করার প্রথম শর্ত হচ্ছে মার্কেটপ্লেস (Marketplace) অ্যাকাউন্ট এর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা। যাতে অনাকাঙ্খিত সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। কেননা আপনার দীর্ঘদিনের সাফল্যময় অ্যাকাউন্ট যদি অন্য কারো হাতে চলে যায় তবে অবশ্যই সেটা হবে আপনার জন্য অনেক বড় ক্ষতি। এবং হয়তোবা এর ফলে আপনাকে সব কিছু আবার প্রথম থেকে শুরু করতে হতে পারে। তাই আসুন জেনে নেই কিভাবে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন।

প্রাথমিক করণীয়ঃ

  • আপনার অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড ও সিকিউরিটি কোয়েশ্চেন কারো সাথে শেয়ার করবেন না।
  • আপনার ব্রাউজার (Browser) টি নিয়মিত আপডেট করুন এবং অটো আপডেট (Auto Update) চালু করুন।
  • অন্য কাউকে আপনার আইডি (ID) দিয়ে লগইন করতে দিবেন না।

পিছনের কথাঃ

  • আপনার অ্যাকাউন্ট এর সিকিউরিটি প্রশ্ন আর পাসওয়ার্ড নিয়মিত বিরতি দিয়ে বদলে ফেলুন। বিশেষ করে আপনার মনে যদি কোন প্রকার সন্দেহ জাগে।
  • সিকিউরিটি ইমেইল (Email) অ্যাকাউন্ট যোগ করুন।
  • কোন প্রকার ফিশিং (Phishing) কার্যক্রম দেখলে তা সাথে সাথে রিপোর্ট করুন। প্রয়োজনে দ্রুত সাপোর্ট সেন্টারের (Support Center) সাথে কথা বলুন।
  • কভার লেটার (Cover letter) বা প্রজেক্ট প্রপোজালে (Project Proposal) কোন অবস্থাতেই ব্যক্তিগতভাবে যোগাযোগের জন্য কোন কিছু দিবেন না।
  • কোন অবস্থাতেই মার্কেটপ্লেসের (Marketplace) বাইরে আর্থিক লেনদেন করবেন না।
  • কোন ক্লায়েন্ট (Client) অ্যাকাউন্ট যদি সাসপেন্ডেড (Suspend) থাকে, তাহলে তার সাথে কখনোই কাজ করবেন না অথবা তার জবে বিড (Bid) করবেন না। আর সেই ক্লায়েন্ট যদি অন্য কোন আইডি দিয়ে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করে তাহলে তার নামে রিপোর্ট করুন।

 

বিস্তারিতঃ

  • আপনার পিসি, মোবাইল ও ল্যাপটপে লাইসেন্স করা অ্যান্টিভাইরাস (Anti-Virus) ব্যবহার করুন এবং তা নিয়মিত আপডেট করুন।
  • আগে ব্যবহার করেছেন এমন কোন পাসওয়ার্ড অথবা সিকিউরিটি প্রশ্ন পুনরায় ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, তাহলে দ্রুত সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন।

 

Related Posts

Leave a Comment