Earn From Youtube

ইউটিউব থেকে অর্থ আয়

by Moin Uddin Ahmed Tipu
4689 views

ইউটিউব থেকে আয় করা যায় তা কমবেশি সবাই জানেন। কিন্তু কিভাবে তা নিয়ে সবসময়েই প্রশ্ন থাকে। আবার অনেক সময় ভুল এবং মিথ্যে সংবাদের কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে থাকেন। কিন্তু কথা হচ্ছে কোনটা সঠিক এবং কোনটা ভুল? আশা করবো এই পোস্টে সেগুলোই তুলে ধরতে।

 

ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়ঃ

ইউটিউব সাধারণত ভিডিও দেখার একটি ওয়েবসাইট। প্রতিনিয়ত এখানে অনেক ভিডিও আপলোড করা হয়। কেউ হয়তো তার বা তার ব্যান্ড এর গানের ভিডিও আপলোড করেন তো কেউ আবার তার কোম্পানির কোন ভিডিও। আবার কেউ আপলোড করেন মজার মজার ফানি ভিডিও তো কেউ শিক্ষণীয় কিছু। কিন্তু এ থেকে কিভাবে আয় করা যায়? যেহেতু সব ভিডিও বিনামূল্যেই দেখা যাচ্ছে? আসলে ভিডিও থেকে বা ভিডিও দেখার কারণে নয়। ভিডিও দেখার সময় যে বিজ্ঞাপন দেখা যায় সেই বিজ্ঞাপনের জন্যই আসলে ইনকামটি করা সম্ভব। অবশ্যই লক্ষ্য করে থাকবেন সব ভিডিওতে বিজ্ঞাপন থাকে না। যদি কেউ তার চ্যানেল বিজ্ঞাপন দেখানোর জন্য অনুমোদন দেয় তবেই বিজ্ঞাপন দেখানো হবে। আর সেই বিজ্ঞাপন থেকে গুগল এর আয় হওয়া একটি অংশ চ্যানেল এর মালিককে দেয়া হবে। এটি প্রধানত গুগল অ্যাডসেন্স (Google AdSense) এর একটি অংশবিশেষ।

নিচের ছবিতে লাল দাগ দেয়া অংশগুলোই বিজ্ঞাপন। যা ভিডিও তে পপ-আপ হয়ে দেখাবে অথবা বাম পাশে দেখাবে। এছাড়া আরো অনেক পদ্ধতিতে বিজ্ঞাপনগুলো দেখাতে পারে যা আমরা পরের পোস্ট এ বিস্তারিত বলবো।

Earn From Youtube

Earn From YouTube

 

কিভাবে শুরু করবেনঃ

ইউটিউব থেকে আয় করতে আপনাকে প্রথমেই ইউটিউবে একটি চ্যানেল খুলতে হবে। সেই সাথে চ্যানেলে আপলোড করার জন্য লাগবে ভালো মানের ভিডিও। একটা কথা মনে রাখতে হবে যে এখানে কপি করা বা অন্যের ভিডিও আপলোড করা যাবে না। সেই সাথে ভিডিওতে কোন কপিরাইটেড গান বা দৃশ্য ব্যবহার করা যাবে না যদিনা আপনার কাছে গান বা দৃশ্যটি ব্যবহার করার অনুমতিপত্র থাকে। আর সবসময়ে চ্যানেল অনুযায়ী নির্দিষ্ট টপিক বা বিষয়ের উপরেই ভিডিও তৈরি করতে হবে। উদাহারণ হিসেবে FREELANCE HELPLINE এর চ্যানেল দেখতে পারেন। এখানে সকল ভিডিও ফ্রীল্যান্সিং এর উপরেই তৈরি করা। যদি আপনি একাধিক টপিক বা বিষয়ের উপর ভিডিও মিক্স করে ফেলেন তবে ভিজিটরের পরিমাণ কমে যাওয়ার চান্স বেশী। আর প্রতিটি ভিডিওতে আপলোড করার সময় সঠিক নাম (Video Title) এবং প্রয়োজনীয় কীওয়ার্ড (Keyword) যুক্ত করতে হবে। কীওয়ার্ড বলতে কি কি ওয়ার্ড লিখে গুগল বা ইউটিউব এ সার্চ দিলে আপনার ভিডিওটি আসবে সেটা। তবে প্রয়োজনের বেশী কীওয়ার্ড ব্যবহার না করাই ভালো। এছাড়া আপনার চ্যানেল ভালোভাবে সাজিয়ে নিতে হবে। যেমন কভার ফটো, চ্যানেল আর্ট ইত্যাদি ব্যবহার করে চ্যানেলটি প্রফেশনাল ডিজাইনের করে নিতে হবে।
চ্যানেল তৈরি? এবার আসুন কিভাবে অর্থ আয় করতে আপনার চ্যানেলটি ব্যবহার করবেন তা দেখি। মনে রাখবেন এই স্টেপ শুরু করার আগেই আপনাকে বেশ কয়েকটি ভিডিও আপলোড করে নিতে হবে এবং সেই সাথে সেই ভিডিও শেয়ার করে বেশ কিছু ভিজিটরও কালেক্ট করে নিতে হবে। অর্থাৎ বেশ কয়েকজন যেন অবশ্যই ভিডিওগুলো দেখে থাকে। হয়ে গেলে এবার আপনাকে প্রথমেই Monetization চালু করে নিতে হবে। এজন্য Monetization এ ক্লিক করুন। লিংক এ গিয়ে Enable এ ক্লিক করুন।
হয়ে গেলে আপনাকে অ্যাক্টিভেশন ইমেইল এর জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত ৪৮ ঘণ্টার ভিতর ইমেইল চলে আসবে। এরপর আপনার ইউটিউব অ্যাকাউন্ট একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর সাথে সংযুক্ত করতে হবে। যদি আপনার আগে থেকেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তবে সেই অ্যাকাউন্ট এর সাথে যুক্ত করতে পারেন অথবা নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে আপনার যদি আগে থেকেই অ্যাকাউন্ট থাকে তবে নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন না। এতে আপনার আগের অ্যাকাউন্ট ও বাতিল হয়ে যাবে। সেই সাথে এই চ্যানেল এর ক্ষেত্রেও আপনি অ্যাডসেন্স পাবেন না। মনে রাখবেন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনেকগুলো ইউটিউব অ্যাকাউন্ট বা ওয়েবসাইট এ বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহার করা যায়। অনেকগুলো অ্যাকাউন্ট এর প্রয়োজন নেই।
আপনার ইউটিউব অ্যাকাউন্ট অ্যাডসেন্স এর সাথে যুক্ত করতে বা নতুন অ্যাকাউন্ট খুলতে  Account Monetization এ ক্লিক করুন।
একটি কথা অবশ্যই মনে রাখবেন ইউটিউব থেকে আয় করা অর্থ পরের মাসের ১৫ তারিখ অ্যাডসেন্স এ দেখানো হবে। তাই এতে অস্থির হওয়ার কিছু নেই।
আর কখনোই নিজের আপলোড করা ভিডিওতে থাকা বিজ্ঞাপনে ক্লিক করবেন না। এতে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বাতিল হতে পারে। ভিজিটর বাড়াতেও কোন রকম স্প্যাম ছড়াবেন না। এতেও আপনার আয় বাড়বে না বরং কমে যাবে। তবে সঠিক ভিডিও সঠিক জায়গায় শেয়ার করতে পারেন। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী পোস্টে চোখ রাখুন।

Related Posts

Leave a Comment