কম্পিউটার চালু করলেই উইন্ডোজ মেসেঞ্জার চালু
হয়ে যায় যা অনেকই পছন্দ বা ব্যবহার করেন না ।
আপনি ইচছা করলে এটা চালু হওয়া বন্ধ
করতে পারবেন ।এজন্য নিচের নিয়ম অনুসরন করুন ।
প্রথমে রান এ gpedit.msc লিখে এন্টার করুন । এবার নতুন উইন্ডো আসলে এর বাম পাশের মেনু
থেকে Local Computer Policy > Computer Configuration > Administrative Templates >
Windows Components > Windows Messenger এ ক্লিক করুন ।
এবার ডান পাশের মেনু থেকে Do not allow Windows Messenger to be run এ ডান ক্লিক করে Properties এ যান ও Enabled করে OK প্রেস করুন ও বের হয়ে আসুন ।
উইন্ডোজ মেসেঞ্জার চালু না হোক
previous post