FREELANCE SCAM

একজন ফ্রিলেন্সার হিসেবে প্রতারণার হাত থেকে যেভাবে বাঁচতে পারবেন

by Moin Uddin Ahmed Tipu
4206 views

ফ্রিল্যান্সিং করতে গিয়ে অনেকেই প্রতারণার ফাঁদে পড়েন। ফ্রিল্যান্সিং একটি নতুন ও অপ্রচলতি পেশা এখানে আপনার কাজ বিক্রি করবেন অনলাইনে বিনিময়ে আপনার পেমেন্ট রিসিভ করবেন অনলাইনে। কাজ করা ও পেমেন্ট রিসিভের মাঝে নানা ভাবে একজন নতুন অথবা পুরনো ফ্রিল্যান্সার প্রতারণার শিকার হতে পারেন। একজন ফ্রিল্যান্সার কি ভাবে জানবেন তিনি যার জন্য কাজ করছেন তিনি তাঁকে ঠিক ঠাক টাকা পরিশোধ করবেন কিনা? অনেকেই না জেনে প্রতারণার শিকার হন এবং হতাশ হয়ে ফ্রিল্যান্সিং পেশা ত্যাগ করেন। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে কেউ আপনাকে সম্পূর্ণ নিরাপদ ভাবে কাজের নিশ্চয়তা দিতে পারবেনা। ফ্রিল্যান্সিং কেন অন্য সকল পেশাতেও প্রতারণার ঝুঁকি রয়েছে। আমরা এখন আপনাকে জানাব কিভাবে আপনি ফ্রিল্যান্সিং পেশায় প্রতারণার ঝুঁকি কমাতে পারবেন।
  • যত্ন সহকারে ফ্রিল্যান্সিং প্লাটফর্ম বেছে নিনঃ আপনি যখন কোন ফ্রিল্যান্সিং সাইটের সদস্য হবেন এবং কাজ শুরু করবেন সেখানে কাজ করার জন্য আপনি যে ধাপে আগান তা হচ্ছে প্রথমে বিড করবেন তারপর কাজ পাবেন এবং কাজ শেষে অর্থ পাবেন। এখানে একটি বিষয়ে লক্ষণীয় আপনি আপনার কাজের টাকা আপনার একাউন্টে সরাসরি পাবেন না। ক্লায়েন্ট আপনাকে আপনার পেমেন্ট দিবে ফ্রিল্যান্সিং সাইটে। সেখান থেকে আপনার টাকা চেক অথবা পেপাল বা মানিবুকার্সের মাধ্যমে সংগ্রহ করে নিতে হবে। আপনি টাকা উত্তোলনের জন্য প্রথম থেকেই অনুমতি পাবেন না সকল ফ্রিল্যান্সিং সাইটে। আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হলে কেবল আপনি সে টাকা উত্তোলন করতে পারবেন। অনেক সাইট আপনাকে বলবে কাজ করুন টাকা আয় করুন বিষয়টা ঠিক তেমন নয় আপনার কাজের বিনিময়ে টাকা আপনি চাইলেই উত্তোলন করতে পারবেন না। এবং যেকোনো পরিমাণ টাকা উত্তোলনের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা কমিশন দিতে হবে। অনেক সাইটের কমিশন ফী কম অনেক সাইটের বেশী আপনাকে সাবধানে আপনার জন্য ভাল হবে এমন সাইট খুজে নিতে হবে। এ ক্ষেত্রে আপনি সাইট সমূহের রিভিউ দেখতে পারেন অথবা ভিবিন্ন ফ্রিল্যান্সিং ফোরাম সমূহে দেখতে পারেন ভালো ও নিরাপদ সাইট সমূহ কিভাবে পছন্দ করবেন।
  • বিড করতে প্রোজেক্ট বাছাই করুন সাবধানতার সাথেঃ আপনি কাজ পেতে হলে অবশ্যই বিড করবেন তবে সেটা কিছু বিষয় মাথায় রেখে। কারণ কেবল কাজ দেখলেই বিড করাটা ঝুঁকিপূর্ণ। ফ্রিল্যান্সিং সাইটে বর্তমানে নানান ধরণের স্ক্যামার ভরে গেছে। আপনাকে স্ক্যাম নয় এমন সব প্রোজেক্টে বিড করতে হবে। অনেক প্রোজেক্ট আছে যারা কাজ করার জন্য ডিমান্ড করে অনেক কিছু কিন্তু সে অনুপাতে পেমেন্ট দেয় কম। আপনি এ ক্ষেত্রে বিড করার আগে ক্লায়েন্টের অতীত রেকর্ড দেখতে পারেন। অনেক বড় বড় ফ্রিল্যান্সিং সাইটে আপনি দেখবেন ক্লায়েন্টের পেমেন্ট ম্যাথড ভেরিফাই করা অথবা করা না এই বিষয় উল্লেখ থাকে আপনি তাঁর কাজ করবেন যার পেমেন্ট ম্যাথড ভেরিফাই করা আছে। তাহলে আপনার কাজের টাকা পাওয়ার নিশ্চয়তা বাড়বে।
  • ধারবাহিক পেমেন্টের কাজ করুনঃ অনেক ক্লায়েন্ট আছেন যারা চান তাঁদের কাজ সময় মত পেতে এবং তাঁরা এর জন্য ধারাবাহিক ভাবে কাজ বুঝে নেন এবং টাকা পরিশোধ করে দেন। এ ক্ষেত্রে ধাপে ধাপে কাজ ও টাকা লেনদেন হয় এটা সবচেয়ে নিরাপদ একটি পদ্ধতি এতে আপনি অনেকটা নিরাপদ থাকবেন। যেমন ধরুন আপনি একটি কাজ বিড করে পেলেন কাজটি করে দেখলেন ক্লায়েন্ট আপনার টাকা দিতে গড়িমসি করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় কাজ করার বিনিময়ে কথা অনুযায়ী টাকা না দিয়ে কম টাকা ধরিয়ে দিল! সুতরাং কাজ শুরু করার আগে  আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করুন তিনি কি আপনাকে ধারাবাহিক পেমেন্ট দিতে আগ্রহী কিনা। ধারাবাহিক লেনদেনের ব্যবস্থা আপনার ও ক্লায়েন্ট উভয়ের জন্য নিরাপদ।

Leave a Comment