ফ্রীল্যান্স ট্রেনিং সেন্টার

ট্রেনিং সেন্টার – ফ্রীল্যান্স করতে যেখানে কাজ শিখতে পারেন

by Moin Uddin Ahmed Tipu
4705 views

ফ্রীল্যান্সিং করতে কাজ শিখতে চাচ্ছেন? আপনি কোন বিষয়ের উপর কাজ শিখতে চাচ্ছেন সেটা কি বাছাই করেছেন? এখন ভালো ট্রেনিং সেন্টার খুঁজতে চাচ্ছেন? তাহলে এই পোস্টটি কাজে আসতে পারে। এখানে নিয়মিত ভালো ট্রেনিং সেন্টার সম্পর্কে তথ্য ও বিবরণ উল্লেখ করা হবে। সেই সাথে নিন্মমানের ট্রেনিং সেন্টারগুলোর তথ্যও দেয়ার চেষ্টা করা হবে।

 

ভালো কিছু ট্রেনিং সেন্টার

 

RR Foundation

ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, UI/UX ডিজাইন, পিএইচডি থেকে এইচটিএমএল, পিএইচপি ইত্যাদি শিখার জন্য একটি ভালো ট্রেনিং সেন্টার হতে পারে আর.আর. ফাউন্ডেশন। এখানে সরাসরি ট্রেনিং নেয়ার পাশাপাশি ঘরে বসে অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। সেই সাথে ইউটিউব এবং ওয়েবসাইটে রয়েছে অনেক ফ্রী ভিডিও যেখান থেকেও অনেক কিছুই শিখতে পারবেন।

ঠিকানাঃ 27 Indira Rd, Dhaka 1215.

ওয়েবসাইটঃ https://www.rrfonline.com

ইউটিউবঃ https://www.youtube.com/user/rrfdhaka

মোবাইলঃ +880-1706-662121

 

 

DevsTeam

ওয়েব ডিজাইন, এসইও, মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি শিখার জন্য আরেকটি ভালো ট্রেনিং সেন্টার হতে পারে ডেভসটিম। এখানে শুধু ট্রেনিং সেন্টারে সরাসরি উপস্থিত হয়েই শিখার ব্যবস্থা রয়েছে। ক্লাসের সময়সূচী কোর্স এর উপর নির্ভর করে।

ঠিকানাঃ DevsTeam Limited, 3rd Floor, Holding # 11, Banasree Main Road, Block # B, Banasree, Dhaka.

ওয়েবসাইটঃ http://devsteam.com

ইউটিউবঃ https://www.youtube.com/user/DevsTeamChannel

মোবাইলঃ +880-1919-267911

 

 

Qiqz

এসইও এবং এফিলিয়েট শিখার জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হচ্ছে কিকজ। এখানে অনলাইন কোর্স, লাইভ সেশন, ফোরাম এবং ইমেইল আপডেট এর মাধ্যমে আপনি কোর্সগুলো করতে পারবেন। অ্যাক্টিভ থেকে নিয়মিত ফ্রী ওয়েবিনারগুলোতেও অংশ নিতে পারবেন। তবে সামনে এখানে আরো অনেক বিষয় কোর্স হিসেবে অন্তর্ভুক্ত হবে বলে আশা করা যায়।

ঠিকানাঃ

ওয়েবসাইটঃ http://www.qiqz.com

ইউটিউবঃ https://www.youtube.com/c/qiqz

মোবাইলঃ +880-1713-432880

Related Posts

Leave a Comment