Outer Space

নিয়ে নিন গুগল আর্থ প্রো

by Moin Uddin Ahmed Tipu
872 views

গুগল আর্থ (Google Earth) অনেকেই হয়তো ব্যবহার করেছেন। এটাও জানেন যে গুগল আর্থ বা গুগল আর্থ প্রো দিয়ে পৃথিবীর ম্যাপ থেকে শুরু করে পৃথিবীর সত্যিকারের ছবি ম্যাপ হিসেবে দেখা যায়। সেই সাথে মহাকাশও দেখা যায়। আর সবই করা হয় স্যাটেলাইট থেকে তোলা হাই ডেফিনেশন ছবি তুলে তুলে সাজিয়ে।

আর অনেকেই হয়তো এর ফ্রী ভার্সন ব্যবহারও করেছেন। যেখানে কিছু সীমাবদ্ধতা ছিলো। যেমন দূরত্ব মাপা যেত না বা কোন স্থানের আয়তন মাপা যেত না। হাই রেজুলেশনের ছবি হিসেবে ম্যাপ সংরক্ষণ করা যেত না ইত্যাদি। কিন্তু গুগল আর্থ প্রো (Google Earth Pro) তে আপনি সবই করতে পারবেন। গুগল আর্থ প্রো এর কিছু ফিচারঃ

  • মুভি –উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা কুইকটাইম এ ১৯২০ x ১০৮০ রেজুলেশন। ফ্রী ভার্সনে তা ১০০০ পিক্সেল পর্যন্ত সীমাবদ্ধ ছিলো।
  • বিস্তারিত তথ্য – জনসংখ্যা, রাস্তাঘাট বা যাতায়াতের উপায় এবং অন্যান্য তথ্য।
  • হাই রেজুলেশন প্রিন্টিং – ৪৮০০ x ৩২০০ পর্যন্ত
  • পরিমাপ সরঞ্জাম – বহুভুজ এবং বৃত্ত পরিমাপ এর টুলস
Outer Space

Outer Space

গুগল আর্থ প্রো তাই বছরে ৩৯৯ ডলার চার্জ করতো। কিন্তু এখন সবার জন্য ফ্রী করে দেয়া হয়েছে। আপনি নিশ্চিন্তে এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। সেই সাথে পৃথিবীকে নতুন রুপে দেখতে পারবেন। একেবারেই ফ্রী।

গুগল আর্থ প্রো ব্যবহার করতে প্রথমেই ডাউনলোড করে নিন এখান থেকেঃ গুগল আর্থ প্রো

ইন্সটল করার পর ওপেন করুন। ইউজারনেম এ লিখুন MOINSBD এবং পাসওয়ার্ড হিসেবে দিন GEPFREE। এবার উপভোগ করুন।

Leave a Comment