আমরা যারা অনলাইনে কাজ করি, তাদের কাছে পেয়নিয়ার (Payoneer) মাস্টারকার্ড একটি অতি পরিচিত নাম। কিন্তু এই কার্ড পাওয়ার জন্য কিভাবে ধাপে ধাপে আবেদন করতে হবে তা আমরা অনেকেই জানি না। আসুন জেনে নেই সেই ধাপগুলো।
- পেয়নিয়ারের হোমপেজে (Payoneer.com) গিয়ে সাইনআপ বাটন ক্লিক করুন।
- প্রয়োজনীয় তথ্য যেমন আপনার নাম, ইমেল ঠিকানা, পাসওয়ার্ড, জন্ম তারিখ ইত্যাদি দিন। অবশ্যই তা আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকতে হবে।
- নেক্সট বাটন ক্লিক করুন।
- আপনার ঠিকানা (Home Address) এবং মোবাইল নাম্বার দিন। এখানে আপনি যদি পোস্টাল (Postal) বা জিপ কোড (Zip Code) না জানেন তবে গুগল এ সার্চ দিয়ে জেনে নিতে পারেন অথবা আপনার এলাকার পোস্ট অফিস এ গিয়ে জেনে নিতে পারেন। আর আপনার ঠিকানাতে কোন ভুল তথ্য দিলে আপনার কার্ড পাবার সম্ভাবনা থাকবে না। তাই বারবার চেক করে নিন। প্রয়োজন হলে পরে সাইনআপ করুন।
- নেক্সট বাটন ক্লিক করুন।
- এবার একটি নতুন পাসওয়ার্ড দিন। আপনাকে দুইবার একই পাসওয়ার্ড দিতে হবে। সিকিউরিটি কোয়েশ্চেন (Security Question) সিলেক্ট করুন এবং তার উত্তর দিন। পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে বা বিভিন্ন সময় আপনাকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা হতে পারে। তাই কঠিন যা অন্য কেউ চিন্তা করতে পারবে না এবং আপনি মনে রাখতে পারবেন এমন উত্তরই দিবেন। আর এখানে লক্ষ্য করলে দেখবেন আপনার ইমেইল ঠিকানা ব্যবহারকারী নাম হিসেবে বাছাই করা রয়েছে। এই ইমেইল ব্যবহার করেই আপনাকে পরবর্তীতে লগইন করতে হবে।
- নেক্সট বাটনে ক্লিক করুন।
- আপনার জাতীয় পরিচয়পত্র (National Identity Card) অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের বিস্তারিত তথ্য দিন।
- যদি আপনার হোম অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস (Shipping Address) আলাদা হয় তাহলে বাটনটি ক্লিক করুন এবং শিপিং অ্যাড্রেস লিখুন।
- পরবর্তী তিনটি ঘরে টিক চিহ্ন দিন। তবে অবশ্যই সেখানে কি লিখা আছে তা পড়ে নিবেন।
- অর্ডার বাটনে ক্লিক করুন।
- এখন আপনার অ্যাকাউন্টটির ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে গেলে আপনার ইমেইলে কনফার্মেশন মেসেজ যাবে এবং আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভড হবে।
- অ্যাকাউন্ট অ্যাপ্রুভড হওয়ার লোকেশন অনুযায়ী দুই থেকে চার সপ্তাহের মধ্যে আপনি আপনার মাস্টারকার্ডটি পেয়ে যাবেন।
- কার্ডটি হাতে পাওয়ার পরে অ্যাক্টিভেট করুন।
- অ্যাক্টিভেট করার পর আপনি আপনার যে কোন অনলাইন পেমেন্টের (Online Payment) ক্ষেত্রে কার্ডটি ব্যাবহার করতে পারবেন।
- আর অবশ্যই রেজিস্ট্রেশন শেষ করে লগইন করে আপনার অ্যাকাউন্ট থেকে পেয়নিয়ার এর চার্জ দেখে নিবেন।
আপনি যদি কোন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে থাকেন, তাহলে প্রায়ই আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে হয়। এক্ষেত্রে পেমেন্ট মেথড অনেক বড় একটি ব্যাপার। আজকাল পেয়নিয়ার কার্ড সারা দুনিয়া জুড়েই অত্যন্ত জনপ্রিয় একটি পেমেন্ট মেথড। কারণ অনলাইন পেমেন্ট কোম্পানি পেয়নিয়ার সারা দুনিয়া জুড়ে নিরাপদে অর্থ লেনদেনের নিশ্চয়তা দেয়। তার উপর আপনি দুনিয়ার যে প্রান্তেই থাকুন না কেন টাকা উত্তলনের জন্য আপনি একটি মাস্টারকার্ড ফ্রি পাবেন। যেসব দেশে পেপাল নেই, সেইসব দেশে পেয়নিয়ার অর্থনৈতিক লেনদেনের জন্য খুব কার্যকর একটি পদ্ধতি। তাই উপরের নিয়ম অনুসরণ করে অর্থ লেনদেন করুন, নিশ্চিন্তে থাকুন।