Top 12 Highest Paying Computer Programming Languages

সবচেয়ে বেশী বেতনের প্রোগ্রামিং ভাষা

by Moin Uddin Ahmed Tipu
3674 views

অনেকেই হয়তোবা প্রোগ্রামিং শিখতে চান। আপনাদের অনেকেরই সেই অর্থে বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়াও আছে। যেমন প্রোগ্রামিং ইন সি, জাভা, সি প্লাস প্লাস, পাইথন ইত্যাদি। জানতে চান এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা সমূহের কোনটিতে বেতন কতো হতে পারে?

আজকে তা নিয়েই লিখবো। যদিও এক এক জনের পছন্দের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক এক রকম হতেই পারে কিন্তু মূলত শুধুমাত্র একটা আইডিয়া দেয়ার জন্যই এই পোস্ট। আর এই পোস্টটি মূলত QUARTZ থেকে নেয়া হয়েছে।

 

১.  Ruby on Rails – $109,460

 

২. Objective C – $108,225

 

৩. Python – $100,717

 

৪. JAVA – $94,908

 

৫. C++ – $93,502

 

৬. JavaScript – $91,461

 

৭. C – $90,134

 

৮. R – $90,055

 

৯. C# – $89,074

 

১০. Visual Basic – $85,962

 

১১. SQL – $85,511

 

১২. PERL – $82,513

 

এখানে বলা বেতন দক্ষতা অনুসারে পরিবর্তনশীল।  এছাড়া এখানে আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই যেগুলো খুব একটা পরিচিত নয় বা নতুন বলে বলা হয়নি। তাছাড়া এই লিস্ট প্রধানত জব বোর্ড থেকে পাওয়া ডাটা অনুসারে নেয়া হয়েছে। যার কারণে অপর্যাপ্ত তথ্য থাকার কারণেও অনেক নাম বাদ পড়তে পারে যেগুলো খুব একটা জব বোর্ড এ আসে না।

Leave a Comment