System Hidden

সিস্টেম হিডেন করা ফাইল দেখুন

by Moin Uddin Ahmed Tipu
551 views

অনেক সময় কম্পিউটারের সিস্টেম হিডেন করা ফাইল বা ফোল্ডার দেখতে হয়।

উইন্ডোজ সেভেন (Windows 7)

এজন্য My Computer খুলে উপরের বার থেকে Tools > Folder Options এ ক্লিক করে নতুন উইন্ডোতে View এ ক্লিক করলে নিচে একটি লিস্ট আসবে।

এখানে Show Hidden Files and Folders এ টিক চিহ্ন দিন এবং Hide Protected Operating System Files এর টিক চিহ্ন তুলে দিয়ে Yes সিলেক্ট করে OK ও Apply করুন ।

 

উইন্ডোজ টেন (Windows 10)

এজন্য This PC খুলে উপরের বার থেকে View সিলেক্ট করুন। এরপর Options > Change Folder and Search Options সিলেক্ট করুন। নতুন উইন্ডোতে View ট্যাব সিলেক্ট করে সেখানে “Hidden Files and Folders” এর Show Hidden Files, Folders and Drives সিলেক্ট করুন। এরপর “Hide Protected Operating System Files (Recommended)” এর টিক তুলে দিন।

Related Posts

Leave a Comment