অনেকেই নিরাপত্তার স্বার্থে একই সাথে একাধিক গুগল টক (Google Talk), ফেসবুক (Facebook) বা ইয়াহু(Yahoo) অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। এবং এসকল অ্যাকাউন্ট থেকে একই ব্রাউজার থেকে চ্যাট করা কষ্টকর। আবার একই সময়ে একাধিক ব্রাউজার এ লগইন করে করে চ্যাট করতেও অনেকেই পছন্দ করেন না। একবার এই ব্রাউজার আরেকবার ঐ ব্রাউজার, তার থেকে আরো সহজ কিছু সবসময়েই খোঁজ করেন, তাদের জন্যই রয়েছে পিডগিন (Pidgin)।
পিডগিন একটি মেসেঞ্জার (Messenger) টুলস। এই টুলস এ একই সাথে আপনার সকল অ্যাকাউন্ট লগইন দিয়ে রাখতে পারবেন। সেই সাথে সব অ্যাকাউন্ট এই একই সময়ে চ্যাট করতে পারবেন। আপনি একই সাথে কয়েকটি জিমেইল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট বা অন্যান্য মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। যদি সবই জিমেইল বা ফেসবুক অ্যাকাউন্ট হয় তাতেও সমস্যা নেই।
পিডগিন একদম ফ্রী একটি টুলস। বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন। প্রথমবার আপনাকে পিডগিন ব্যবহার করতে আপনাকে অবশ্যই পিডগিন এ লগইন করতে হবে। এরপর আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট সমূহ যুক্ত করুন। মনে রাখবেন, পিডগিন কিন্তু কোন অ্যাকাউন্ট এর তথ্য যেমন আইডি, ইমেইল বা পাসওয়ার্ড তাদের সার্ভার এ সংরক্ষণ করে না। যদি আপনি সেভ পাসওয়ার্ড ব্যবহার করেন তবে শুধু সেই কম্পিউটার এর ক্ষেত্রেই সেভ থাকবে। অন্য কম্পিউটার এ পিডগিন এ লগইন করলেও সেখানে আপনার অন্য মেসেঞ্জার এ আবার লগইন করতেই হবে। আর ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত করার সময় দুইটি এক্সট্রা ঘর পাবেন যা পূরণ করতে হবে।
Resource: এখানে Pidgin লিখবেন।
Local alias: এখানে আপনার ফেসবুকের পুরো নাম হুবহু লিখবেন।
উপরে বলা হয়নি কিন্তু পিডগিন দিয়ে চ্যাট করা যাবে এমন আরো কিছু মেসেঞ্জার এর নামঃ
- AIM
- Bonjour
- Gadu-Gadu
- Groupwise
- ICQ
- IRC
- MSN
- MXit
- SILC
- SIMPLE
- Sametime
- XMPP
- Zephyr
ডাউনলোড লিংকঃ Pidgin
এবার একই সাথে সবসময় চ্যাট করুন, একই উইন্ডোতে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।